September 18, 2024

জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরো ক্ষতিপূরণ দাবি পোল্যান্ডের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্দশা থেকে বেরোতে ‘সৃজনশীল সমাধান চায়’ পোল্যান্ড। এই চাওয়ার কথা বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরস্কি ক্ষতিপূরণের দাবি তোলেন। সূত্র: ডিয়েচে ভেলে

গত ডিসেম্বরে পোল্যান্ডের ক্ষমতায় আসে বামঘেঁষা, ইউরোপিয়ান ইউনিয়নের ঘনিষ্ঠ নতুন সরকার। তারপর প্রথমবারের মতো বার্লিনে এসেছেন মন্ত্রী সাদিস্লাভ সিকরস্কি। এই সফর চলাকালীন ক্ষতিপূরণের প্রসঙ্গ টানেন তিনি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সিকরস্কির সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আরো শক্তিশালী ইউরোপ, যার কেন্দ্র আগামীতে আরো পুবের দিকে যাবে, তেমন ইউরোপের প্রয়োজন সর্বকালের সবচেয়ে ঘনিষ্ঠ বার্লিন-ওয়ারশ সম্পর্ক ও এই সম্পর্কে আস্থা।’

এ প্রসঙ্গে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনতে হবে।’

বর্তমান সরকারের আগের সরকারের আমলেও এমন ক্ষতিপূরণের কথা উঠেছিল। ‘৫২ লাখ পোলিশ নাগরিকের মৃত্যুর জন্য’ তৎকালীন সরকার জার্মানির কাছে এক লাখ ৩০ কোটি ইউরোর ক্ষতিপূরণ দাবি করে। বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর সিকরস্কি জার্মান ভেল্ট টেলিভিশনকে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের সঙ্গে জার্মানি যা করেছিল, তা ছিল নির্মম ও জঘন্য।’

তিনি আরো যোগ করেন যে, যদি জার্মানি ‘কোনো সৃজনশীল সমাধানের মাধ্যমে অনুশোচনা ব্যক্ত করে, যারা এত কিছুর পরেও বেঁচে আছেন, তাদের জন্য ভালো কিছু করে’’, তাহলে তা পোল্যান্ডের জন্য ভালো হবে। ‘অতীতকে নৈতিকভাবে খতিয়ে দেখলে আর্থিক ক্ষতিপূরণই একমাত্র সমাধান হবে,’ বলেন সিকরস্কি।

জার্মানি এই দাবিকে আগে থেকেই খারিজ করে আসছে। এক্ষেত্রে জার্মানি উল্লেখ করে ১৯৫৩ সালের একটি সিদ্ধান্তের কথা, যেখানে পোল্যান্ড তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে সকল দাবি প্রত্যাহার করে নিয়েছিল। জার্মান কর্তৃপক্ষের মতে, ক্ষতিপূরণের বিতর্কের সমাধান হয়ে গেছে ১৯৯০ সালে, যখন জার্মানির পুনরেকত্রীকরণ হয় ‘টু প্লাস ফোর’ চুক্তির শর্ত অনুযায়ী, যেখানে পোল্যান্ডের কোনো ভূমিকা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *