December 4, 2024

বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে জার্মানিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জার্মান প্রতিনিধি : গত ২০ এপ্রিল জার্মানির কোবলেঞ্জ শহরে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহরের বাংলাদেশ , জার্মানি, ইন্ডিয়া , পাকিস্তান , ইরান সহ  বিভিন্ন দেশের প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। উল্লেখ যে জার্মানির প্রাকৃতিক সৌন্দর্যের কোবলেঞ্জ শহরে বসবাসরত বাংলাদেশ কমিনিটি প্রতিবছর এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বাংলাদেশি সাংস্কৃতিকে তুলেধরা হয়। 

উক্ত অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন  সোহেল আহাম্মেদ , তানভীর আহমেদ , রায়হান ইকবাল রিফাত , সুরাইয়া ইসলাম মিম, রাকিবুল ইসলাম , রাফিউল ইসলাম এবং সায়েদ এ ক আরমান। 

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন  শায়েখ নাভিদ , জাহিদ হাসান পলাশ  এবং হাফিজ মনিরুজ্জামান । 

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, লাবিবা নিশি, সাবর্ণী প্রমী, তানজিনা মোল্লা, সামসুন্নাহার বন্যা, রেহনুমা ইভোন, আব্দুল্লাহ কবির, কাজী মোস্তফা শাহরিয়ার, রেশমিন হোসাইন, রিঙ্কু কান্তি চৌধুরী, বয়ন দে শিপন, বৃষ্টি , মমিন আলী , আল-আমিন বিশ্বাস, আনিফ মিনহাজ খান , রাশেদুল হাসনাত সজীব, আদনান কে ম ওয়াহিদ , ফাহিম শাহরিয়ার ও ঐন্দ্রিলা শাহরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *