Home National ৫ বছরে জার্মানিতে মুসলিম বেড়েছে ৯ লাখ

৫ বছরে জার্মানিতে মুসলিম বেড়েছে ৯ লাখ

164
0
SHARE

শেষ পাঁচ বছরে জার্মানিতে মুসলিম বেড়েছে ৯ লাখ। এ নিয়ে দেশটিতে মোট মুসলমানের সংখ্যা ৫৫ লাখ। জার্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির (বিএএমএফ) সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা যায়।

বিএএমএফ এর তথ্য মতে, ২০১৫ সালে জার্মানিতে মুসলিম জনগোষ্ঠি ছিলো ৪৬ লাখ। ২০১৯ পরিচালিত সর্বশেষ আদমশুমারীর হিসেব অনুযায়ী, জার্মানির মোট জনসংখ্যা ৮ কোটি ৩২ লাখ। আর সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে, মোট জনসংখ্যার ৬ দশমিক ৭ শতাংশ মুসলমান।

বিএএমএফ এর প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেছেন, মুসলিমদের সংখ্যা বাড়ার পেছনে কারণ হলো, সিরিয়া থেকে অনেক শরণার্থী মুসলমান জার্মানিতে এসে বসতি গড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here