Home National মহামারির ক্ষতি পোষাতে কাজের গতি বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

মহামারির ক্ষতি পোষাতে কাজের গতি বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

11
0
SHARE

কোভিড মহামারি মোকাবেলায় দীর্ঘদিন লকডাউন থাকায় দেশের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, কোভিড সংক্রমণের প্রায় দুই বছরের মতো হয়ে গেছে, সেজন্য এরইমধ্যে একটা প্রটোকলও দাঁড়িয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু গতি বাড়িয়ে কাজ করে উন্নয়নের গতি আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুধু উন্নয়ন কার্যক্রম নয় সব ধরনের কাজকর্মের গতি বাড়াতে হবে। যাতে আমাদের প্রবৃদ্ধিসহ সবকিছু যেন কোভিডের আগের অবস্থায় ফিরেয়ে নেওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here